ব্রহ্মপু‌ত্রে ধরা পড়‌লো ১১৩ কেজি ওজ‌নের বাঘাইড়

কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে ধরা পড়েছে প্রায় তিন মণ ওজনের বাঘাইড় মাছ।

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে জে‌লের জা‌লে প্রায় পৌ‌নে ৩ মণ (১১৩ কেজি) ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর রা‌তে আসাদুল না‌মে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ১২ হাজার টাকায়।

‌জে‌লে আসাদুল জানান, মাছ‌টি ধরা পড়ার পর ভ‌্যা‌নে ক‌রে তি‌নি চিলমারীর থানাহাট বাজারে নেন। সেখা‌নে ক‌য়েকজন মাছ ব্যবসায়ী মিলে মাছটি কিনে নেন। তারা মাছটি এক হাজার থে‌কে ১২শ' টাকা কেজি দরে বিক্রি করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান রানা জানান, ব্রহ্মপু‌ত্রে জে‌লে‌দের জা‌লে প্রায়ই বাঘাইড়সহ বৃহৎ আকা‌রের মাছ ধরা প‌ড়ে। ত‌বে আজ‌কে জেলের জা‌লে ওঠা বাঘাইড়‌টি আকার ও ওজ‌নে অনেক বড় ছিল।