বগুড়ায় দুই স্কুলছাত্রীকে অপহরণের পর একজনকে ধর্ষণ, গ্রেফতার ৩

বগুড়ার সারিয়াকান্দি থেকে সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে অপহরণের পর একজনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে শহরের পৌর পার্ক এলাকা থেকে দুই ছাত্রীকে উদ্ধার এবং অপহরণের জড়িত এক নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আসামিরা হলো বগুড়া শহরের চকসুত্রাপুর কুলিপাড়ার মৃত শামসুল শেখ ভোলার ছেলে শাকিল শেখ (২৪), নন্দীগ্রামের নিমাইদীঘি গ্রামের হবিবর রহমানের ছেলে আবু হানিফ (২৬) ও সারিয়াকান্দির জোড়গাছা গ্রামের শামসুল প্রামানিকের মেয়ে জান্নাতুল ফেরদৌস জান্নাত ওরফে হেলেনা (১৭)।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান ও অন্যরা জানান, জান্নাতুল ফেরদৌস জান্নাত ওরফে হেলেনা গত ২০ অক্টোবর তার গ্রামের সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে (১৩) বাড়ি থেকে অপহরণ করে। তারা বাড়িতে না ফেরার পরিবার থেকে সারিয়াকান্দি থানায় জিডি করা হয়।

গোয়েন্দা তথ্যে ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার বিকালে বগুড়া শহরের পৌর পার্ক এলাকা থেকে দুই ছাত্রীকে উদ্ধার ও তিন জনকে গ্রেফতার করে।

ভিকটিমদের উদ্ধৃতি দিয়ে সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান জানান, হেলেনার মাধ্যমে ১৩ ও ১৪ বছরের দুই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। তাদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেহ ব্যবসার প্রস্তাব দেওয়া হয়। ব্যর্থ হয়ে হেলেনা ওই ছাত্রীদের শাকিল শেখের হাতে তুলে দেয়। শাকিল তাদের দুই রাত আটকে রেখে এক ছাত্রীকে ধর্ষণ করে। এ বিষয়ে এক ছাত্রীর বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।