শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

যশোর

যশোর শহরের কারবালা সিঅ্যান্ডবি রোড এলাকা থেকে শনিবার (২৪ অক্টোবর) সকালে ইসরাফিল হোসেন ওরফে মন্নাত (৪০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, 'কী কারণে, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

নিহতের চাচাতো ভাই আল আমিন সাংবাদিকদের জানান, নিহতের স্ত্রীর সঙ্গে ভগ্নিপতির একটা সম্পর্ককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। মাস দুয়েক আগে স্ত্রী সুমির সঙ্গে ভগ্নিপতি শাহআলমকে আপত্তিকর অবস্থায় দেখেন মন্নাত। এরপর তাকে তালাক দিয়ে দেন।

তিনি আরও জানান, শুক্রবার রাতে নিজের বাইসাইকেল নিয়ে বের হন মাটিকাটা স্কেভেটরের হেলপার মন্নাত। রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। শনিবার সকালে কারবালা এলাকার বাসিন্দারা ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। এরপর পথচারীরা তার মোবাইলফোন থেকে স্বজনদের কল দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের মরদেহের পাশে তার ব্যবহৃত বাইসাইকেল ও একটি ভাঙা ইট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত যশোর কোতোয়ালি থানার ওসি (অপারেশন) শেখ আবু হেনা মিলন জানান, নিহতের মাথায় ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে কে বা কারা কী কারণে হত্যা করেছে তা জানা যায়নি। তবে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

নিহত মন্নাত যশোরের বকচর বিহারি কলোনি এলাকায় ভাড়া থাকতেন। তার বাবার নাম বজলুর রহমান। তাদের গ্রামের বাড়ি মণিরামপুর উপজেলার কাশিপুরে।