বর ও কনের বয়সের যোগফল ১৬০!

122369182_2794655257477467_5639932115612093883_n

এই বয়সে আজকাল মানুষ সংসারের মায়া কাটিয়ে চলে যেতে শুরু করেন। সেখানে তারা নতুন করে ঘর শুরু করলেন। ফলে যা হওয়ার তাই হলো, এলাকায় বেশ শোরগোল পড়ে গেলো। বরের বয়স যেখানে ৯০ এবং কনের বয়স ৭০ এর ঘরে, সেই বিয়ে নিয়ে আলোচনা না হওয়াটাই তো অস্বাভাবিক। নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া গ্রামের পুকুরপাড়ায় সম্প্রতি এই ঘটনা ঘটেছে। দুই দিনব্যাপী উৎসব করে বিয়ের অনুষ্ঠানও করা হয়েছে। এ নিয়ে এখনও আলোচনা চলছে এলাকায়।

জানা গেছে, বরের নাম আহাদ আলী মণ্ডল ওরফে আদি (৯০)। কনের নাম অমেলা বেগম (৭০)। আহাদ আলীরা দুই ভাই। ছোট ভাই টুকা দুই মেয়ে ও স্ত্রীকে রেখে মারা গেছেন। আর আহাদ আলীর স্ত্রীও মারা গেছেন দুই বছর আগে। এ কারণে বৃদ্ধ বয়সে নিজেদের দেখভালের সুবিধার্থে বুধবার (২১ অক্টোবর) প্রয়াত ছোট ভাইয়ের স্ত্রীকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।

ডাঙ্গাপাড়া গ্রাম প্রধান জয়নাল সরকার জানান, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী তাকে বলেছেন যে তার বয়স ৮৫ বছর। তার চেয়ে আহাদ আলী ৪-৫ বছরের বড়। তাই আদির বয়স প্রায় ৯০ বছর। অপরদিকে অমেলার বয়স ৭০ বছরের অধিক নয়।

স্থানীয় ইউপি মেম্বর সুমন আলী সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার অতি উৎসাহী কিছু মানুষ উৎসব করেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি তিনি শুনেছেন।