পদ্মা-যমুনায় র‌্যাবের অভিযান, ৫০ লাখ টাকার উপকরণ ধ্বংস

মা ইলিশ রক্ষায় শিবালয়ের পদ্মা-যমুনাসহ দুর্গম আলোকদিয়া চরাঞ্চলে র‌্যাব-৪ সোমবার (২৬ অক্টোবর) অভিযান চালিয়ে ২ লাখ ঘনমিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ইঞ্জিন চালিত ১০টি নৌকাসহ বিভিন্ন উপকরণ আটক করে তা ধ্বংস করে।

অভিযানে র‌্যাব-৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান, কোম্পানি কমান্ডার মেজর আদনান, শিবালয় উপজেলা মৎস্য অফিসার রফিকুল আলম উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিসার জানান, পদ্মা-যমুনায় নিষিদ্ধ সময়ে মা ইলিশ নিধন রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। আরিচার অদূরে যমুনার চরাঞ্চলে অভিযানের এক পর্যায়ে চোরা শিকারিরা নৌকা-জাল ফেলে পালিয়ে গেলে জব্দকৃত প্রায় ৫০ লাখ টাকার বিভিন্ন উপকরণ ধ্বংস করা হয়।