X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ১১:১৭আপডেট : ০১ জুলাই ২০২৫, ১১:১৭

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের আগের দিন গেলো বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় সহিংসতার সময় গুলিতে দিনমজুর সজল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে বিপ্লবকে হাজির করে সজল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সজিব দে। এদিন ওই মামলায় তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদনও করেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম আর ফয়সাল বিপ্লবের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমানউল্লাহ।

শুনানি শেষে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক আশিকুর রহমান। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিপ্লবকে আদালতে হাজির করা হয়। মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে, ২০২৩ সালের ঢাকার একটি হত্যা মামলায় গত ২১ জুন (রবিবার) রাত সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার মনিপুরী পাড়ার একটি বাসা থেকে বিপ্লবকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ফয়সাল বিপ্লব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জে গত ৪ আগস্ট ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা ৩টি হত্যা মামলা ও অন্তত ৫টি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি।

গেলো ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

বিপ্লব সবশেষ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সজল মোল্লা (৩০) নামের এক দিনমজুর গুলিতে নিহতের ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ওই মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল ও তার বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩০১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১০০-১৫০ জনকে। নিহত সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।

এদিকে, ফয়সাল বিপ্লবের রিমান্ড শুনানির পর তার ফাঁসির দাবিতে মুন্সীগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদল আদালতের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করে।

/কেএইচটি/
সম্পর্কিত
শেখ হাসিনাসহ ২৩ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
এক দিনে গ্রেফতার ১২৯০
সর্বশেষ খবর
অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখের বেশি করদাতা: এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখের বেশি করদাতা: এনবিআর
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: খালাস চেয়ে হাইকোর্টে হিটু শেখের আপিল
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: খালাস চেয়ে হাইকোর্টে হিটু শেখের আপিল
মামলার নথি জালিয়াতি, কক্সবাজারের সাবেক ডিসিসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন
মামলার নথি জালিয়াতি, কক্সবাজারের সাবেক ডিসিসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন
নির্বাচনি বাজেটে কোনও কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা
নির্বাচনি বাজেটে কোনও কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক