কালিয়ায় ১৪৪ ধারা

 

নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপ একই সময়ে একই স্থানে সমাবেশের ডাক দেওয়ায় মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসময় কোনও মিছিল, লোক সমাগম ও সভা-সমাবেশ করা যাবে না।

সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সন্ধ্যায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে পরের দিন উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে পাল্টা কমিটি দেয়। এরপর দুই গ্রুপের নেতাকর্মীরা মঙ্গলবার বিকাল ৩টার দিকে একই সময় ও একই স্থানে পাল্টাপাল্টি বিজয় মিছিলের ডাক দেয়।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম বলেন, তাদের (পদবঞ্চিত) কমিটি ঘোষণার অধিকার নেই। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এফ এম সোহাগকে কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রাইসুল ইসলাম পান্নুকে সাধারণ সম্পাদক এবং এম এম তানবীরুল ইসলামকে কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি ও প্রশান্ত কুমার দাসকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।