দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

Jhenidah train accident Photo 27-10-20 (1)

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় খুলনা থেকে পার্বতীপুরগামী কেপি ২১ আপ ট্রেনের চালক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত কমিটি দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেবেন। রেলের পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ৪টি তেলের ট্যাংকারের মধ্যে ৩টি ট্যাংকারের তেল পড়ে গেছে। প্রতিটি ট্যাংকারে ৪২ টন ডিজেল ছিল।

এই ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকিসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, সোমবার দিনগত রাত ( মঙ্গলবার) ২টার দিকে দর্শনা থেকে যশোর নওয়াপাড়াগামী মালবাহী ডাউন ট্রেনটি স্টেশনে ইন করার সময় খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী কেপি ২১ আপ মালগাড়িটি সিগন্যাল ছাড়াই ড্রাইভার ওভারস্যুট করে স্টেশনে ঢুকিয়ে দিলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয় এবং বগিতে বহন করা অনেক তেল পড়ে নষ্ট হয়ে যায়। এদিকে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ ৯ ঘণ্টা বন্ধ থাকে।