সুবর্ণচরে ব্যবসায়ীকে হাতুড়িপেটার অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

অভিযুক্ত ইউপি সদস্যনোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের পাঙ্খার বাজারে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর ওপর হামলার মামলায় চর জুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্যকে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে পুলিশ।

চর জব্বর থানা পুলিশের হাতের গ্রেফতার ইউপি সদস্য খলিল উল্যাহ (৪০) একই ইউনিয়নের মধ্য চরবাগ্যা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর বুধবার সকাল ১০টায় ব্যবসায়ী জসিম উদ্দিন স্থানীয় পাঙ্খার বাজারে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় ইউপি সদস্য খলিল উল্যাহ মোটরসাইকেলযোগে এসে দাবিকৃত চাঁদার টাকা দিতে জসিমকে চাপ দেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইউপি সদস্য ওই ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।

পরে আহত জসিম উদ্দিনকে নোয়াখালীর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত ব্যবসায়ীর বাবা নাছির উদ্দিন সোমবার (২৬ অক্টোবর) বাদী হয়ে ইউপি সদস্য খলিল উল্যাহকে প্রধান আসামি করে পাঁচ জনের বিরুদ্ধে চর জব্বার থানায় মামলা দায়ের করেন।

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, আজ রাত সাড়ে ৭টায় পাঙ্খার বাজার থেকে ইউনিয়ন পরিষদ সদস্য খলিল উল্যাহকে গ্রেফতার করা হয়। তাকে বুধবার (২৮ অক্টোবর) আদালতে উপস্থাপন করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।