অ্যালকোহল পানের পর ৩ যুবকের মৃত্যু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালকুষ্টিয়ায় অ্যালকোহল পানের পর তিন যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (২৮ অক্টোবর) ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, অ্যালকোহল পানের পর বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা অফিসার (আরএমও) তাপস কুমার সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

মৃত ব্যক্তিরা হলেন– খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) এবং সদর উপজেলার বড় আইলচারা গ্রামের তপন বিশ্বাসের ছেলে অনীক বিশ্বাস (২১)।

হাসপাতাল সূত্রে জানা যায়, অ্যালকোহল পানে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাত ১২টার দিকে নিতাই বিশ্বাসকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ভোররাত ৪টার দিকে অনীক বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাত পৌনে ৫টার দিকে রিপন কুমার ঘোষকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন যুবকই মারা যায়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

আরএমও তাপস কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সন্দেহ করছি, তারা অ্যালকোহল পানে মারা গেছেন। তবে এখনও ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত জানান, তাদের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।