মাদকবিরোধী শত কিলোমিটার মোটরসাইকেল র‍্যালি

সাতক্ষীরা জেলা

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সাতক্ষীরায় ১২০ কিলোমিটার মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালির স্লোগান ছিল 'আর নয় মাদক। মাদক গ্রহণ নয়, বেচাকেনাও নয়’।

শত তরুণের অংশগ্রহণে সাতক্ষীরায় শুক্রবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সদরের বাবুলিয়া থেকে শ্যামনগরের মুন্সিগঞ্জ পর্যন্ত ওই র‍্যালি অনুষ্ঠিত হয়। সেবা সংঘ নামের একটি বেসরকারি সংস্থা সীমান্ত জেলা সাতক্ষীরায় ওই র‌্যালি বের করে।

এতে প্রায় দেড়শ মোটরসাইকেল অংশ নেয়। র‍্যালিটি সাতক্ষীরার দেবহাটার পারুলিয়া, সখীপুর, কালিগঞ্জ উপজেলার নলতা, কাটুনিয়া রাজবাড়ি, শ্যামনগরের খানপুর, নূরনগর, পরানপুর, নকিপুর শাহী মসজিদ, বংশীপুর, ঈশ্বরীপুর শাহী মসজিদ, মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড, কলবাড়ি, নোয়াবেকি, কালিগঞ্জের বালিয়াডাঙা বাজার, বিষ্ণুপুর বাজারসহ বিভিন্ন দর্শনীয় পয়েন্ট প্রদক্ষিণ করে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জনমত গঠনে সবাইকে জেগে ওঠার আহ্বান জানানো হয়।