হরিজনদের দুই দিনব্যাপী সূর্য পূজা

Meherpur Sweeper colony`s Surya Pooja

ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুর সুইপার কলোনির হরিজন গোষ্ঠীতে দুই দিন ব্যাপী পালিত হচ্ছে সূর্য পূজা। এই পূজাকে স্থানীয়ভাবে বলা হয় ছট বা ছোট পূজা। প্রতিবছর কারী পূজার পর শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে এই পূজা উদযাপন করা হয়।

শুক্রবার বিকালে মেহেরপুর ভৈরব নদে মনোবাসনা পূর্ণ, আপদ-বিপদ দূরীকরণসহ বিভিন্ন মানত পূরণে হিন্দু ধর্মাবলম্বীদের ভেতরে সুইপার কলোনির হরিজন গোষ্ঠীর বাসিন্দারা এই পূজা পালন শুরু করেন। শনিবার সকালে সূর্যকে প্রণাম জানিয়ে এই পূজা শেষ হয়।

মেহেরপুর সুইপার কলোনির দলনেতা মিঠু বাসফোড় জানান, হরিজন জনগোষ্ঠীর উৎসবের মধ্য এক বড় উৎসব হলো ছোট পূজা বা সূর্য পূজা। পাঁচ হাজার বছর আগে মহাভারতে গঙ্গা দেবীর পুত্র ভিঙ্গো পিতামা (বিশ্ব) তিনার সারথির সন্তান প্রাপ্তির জন্য প্রথম এই পূজা করেন এবং তিনি ছিলেন হরিজন গোষ্ঠীর।