গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক কারাগারে

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের মামলায় মুকুল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মুকুল হোসেন উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের লাহিড়ী মোহনপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রহিচ মেম্বারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, মুকুল হোসেন প্রতিবেশী গৃহবধূকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। গত ১০ নভেম্বর রাতে গৃহবধূকে পেছন থেকে মুখ চেপে ধরে মুকুল নিজের ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে গৃহবধূ বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে ভোরে মুকুলকে লাহিড়ী মোহনপুর হাইস্কুলের পাশ থেকে গ্রেফতার করে পুলিশ। শনিবার বিকালে মুকুলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।