বগুড়ায় বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪




বগুড়াবগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় অটোরিকশা ভ্যানের আহত তিন যাত্রীর মধ্যে গৃহবধূ আনোয়ারা বেগম (৫০) মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকালে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চার জনে, দু’জন চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার আমতলি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম ও বগুড়ার সিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, রবিবার বেলা সোয়া ১টার দিকে শেরপুর উপজেলার ধনকুণ্ডি এলাকায় একটি বাস যাত্রীবাহী অটোরিকশা ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। আহত দুই নারীসহ তিন জনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে শেরপুর উপজেলার সুঘাটের বিনোদপুর গ্রামের আমানউল্লাহ প্রামানিকের স্ত্রী আনোয়ারা বেগমের মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তারা আরও জানান, সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে পুলিশ আল রিয়াদ পরিবহনের বাসটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানান তিনি।