বান্দরবান থেকে তক্ষক নিয়ে ঢাকা যাওয়ার পথে আটক ২




বান্দরবানবান্দরবান থেকে বিরল প্রজাতির দুটি তক্ষক সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে কর্ণফুলী থানা পুলিশ তাদের আটক করে বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) ইয়াসির আরাফাত। বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান। তক্ষকগুলো বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক দুই জন ঢাকার কেরানীগঞ্জ থানাধীন বটতলী এলাকার সিরাজুল হকের ছেলে মো. মনিরুল হক (৬৫) ও একই জেলার সাভার বাকুরতা খাইসাচরের আক্কাস আলী মাস্টারের ছেলে দেলোয়ার হোসেন (৫০)।

ইয়াসির আরাফাত বাংলা ট্রিবিউনকে বলেন, বান্দরবান থেকে সংগ্রহ করে বন্যপ্রাণী ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি সংবাদ পেয়ে কর্ণফুলী থানা পুলিশের একটি দল কাজ শুরু করে। এরপর মঙ্গলবার ভোরে মইজ্জারটেক এলাকা থেকে মনিরুল হককে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুটি তক্ষক পাওয়া যায়। তক্ষকগুলো লম্বায় ১৫ ইঞ্চির মতো হবে। এগুলোর প্রতিটির ওজন ৩০০ গ্রাম থেকে একটু বেশি।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল হক জানিয়েছেন দেলোয়ার নামে একজন তাকে ঢাকায় পৌঁছে দিতে তক্ষকগুলো দিয়েছে। মনিরুল মূলত বহনকারী। মনিরুল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি দেলোয়ারসহ এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।