ভিক্ষা করে জমানো অর্ধ লাখ টাকা মসজিদে দান

125881307_373157377093488_2905611176749813530_n

নজির স্থাপন করলেন খুলনার ভিক্ষুক খালেক হাওলাদার। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ভিক্ষা করে জমিয়ে রাখা ২০ হাজার ৫শ' টাকা মসজিদের উন্নয়ন কাজের জন্য দান করেছেন। এই টাকা দিয়ে ৫০ বস্তা সিমেন্ট কেনার মাধ্যমে মসজিদের উন্নয়নের কথা বলা হয়েছে।

জানা যায়, ২১ নভেম্বর খলনার দক্ষিণ লবনচরা বায়তুল মা'মুর জামে মসজিদে উপস্থিত হয়ে মসজিদ কমিটির হাতে ভিক্ষা করে উপার্জিত এই টাকা তুলে দেন খালেক হাওলাদার। একজন ভিক্ষুক হয়ে তার তার জমানো সব টাকা মসজিদে দান করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিক্ষুক খালেক হাওলাদার এর আগেও সোনাডাঙ্গা আবাসিক এলাকা ছানিয়াতুল জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ২০ হাজার টাকা দান করেছিলেন।

ভিক্ষুক খালেক হাওলাদার জানান, তিনি এক সময় ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন। সে সময় তার স্ত্রী মারা যান। স্ত্রীকে হারিয়ে খালেক মানসিকভাবে ভেঙে পড়েন। শোকে অসুস্থ হয়ে স্বাভাবিক চলাচলের শক্তি হারিয়ে ফেলেন। সেই থেকে ক্রাচে ভর করে চলাচল করে বিভিন্ন এলাকায় ভিক্ষা করে চলছেন। ঘর-বাড়ি না থাকায় রাস্তার পাশে গায়ে পলিথিন পেঁচিয়ে ঘুমান।

মসজিদ কমিটির সভাপতি মো. শামীমুর রহমান শামীম বলেন, 'ভিক্ষুক খালেক তার ক্ষুদ্র দান দিয়ে সবার চোখ খুলে দিলো। এটি একটি অনন্য দৃষ্টান্ত।'