মোটরসাইকেল থেকে পড়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিহত

জামালপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম

জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম (৫৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ-জামালপুর সড়কের শরিফপুর বগালি এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তাকে মোটরসাইকেলে বহনকারী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার হায়দার আলী পড়ে যাওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, আফরোজা বেগম তার মোটরসাইকেলে চড়ে সদর উপজেলার চরপক্ষিমারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা দেখতে নান্দিনা গিয়েছিলেন। পরীক্ষা শেষে নান্দিনা সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে জামালপুরে ফেরার পথে শরীফপুর নামক এলাকায় তার মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যায়। এসময় তিনি গুরুতর আহত হন।  এলাকাবাসী তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে সাড়ে ৭ টার দিকে মারা যান।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম ২০১৫ সালে জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগদান করেছিলেন। নিহত আফরোজা বেগমের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া এলাকায়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, দাফতরিক কাজে আফরোজা বেগম সদরের নান্দিনা গিয়েছিলেন। কাজ শেষে জামালপুরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। কর্মজীবনে তিনি খুব কর্তব্যপরায়ণ ছিলেন। তিনি সব সময় গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করার চেষ্টা করতেন।

জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম জানান, আমি যোগদানের পর থেকে আফরোজা বেগমকে চিনতাম। খুবই সদজন, মিশুক, হাসি খুশি ছিলেন। তিনি তার প্রতিবেশী গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করতেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম খান জানান, তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারি, তিনি মোটরসাইকেলে করে নান্দিনা থেকে ফেরার পথে পড়ে গিয়ে মারা গেছেন। মরদেহের ময়না তদন্ত হবে। এ প্রতিবেদন পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।