সরাইলে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত

নড়াইল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় হেলাল মিয়া (৩০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। আজ রবিবার (২৯ নভেম্বর) সকালে সরাইল-অরুয়াইল সড়কের রসুলপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল সরাইল উপজেলা সদর ইউনিয়নের পাঠানপাড়ার আব্দুল রশিদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকালে অটোরিকশা যোগে রাজমিস্ত্রি হেলাল পেশাগত কাজে রসুলপুর যাচ্ছিলেন। পথে রসুলপুরের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন হেলাল। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে হেলাল তার একটি মেয়ে ও ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. সৈয়দ আরিফুল ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।