সিরাজগঞ্জের পাখি বিক্রেতাকে নাটোরে দণ্ড

received_4705252936183430

বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় সিরাজগঞ্জের একজন পাখি বিক্রেতাকে খাঁচায় বন্দি পাখি বিক্রির অপরাধে নাটোরে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ছয়টি টিয়া ও একটি মুনিয়া পাখি অবমুক্ত করা হয়। রবিবার (২৯ নভেম্বর) দুপুর পর শহরের তেবাড়িয়া হাটে ভ্রাম্যমাণ আদালতে এই আদেশ দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনি খাতুন।
দণ্ডপ্রাপ্ত নাসিম উদ্দিন (১৮) সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহাম্মদ হোসাইনের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) রনি খাতুন জানান, রবিবার পৌনে দুইটার দিকে তেবাড়িয়া হাটে অভিযান পরিচালনা করেন তিনি। এসময় নাসিম উদ্দিনের কাছ থেকে খাঁচায় বন্দি ৬টি টিয়া এবং ১টি মুনিয়া পাখি উদ্ধার করা হয়। পাখিগুলো বিক্রির উদ্যেশ্যেই এনেছিল বলে স্বীকার করেন নাসিম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ এর ৩৮ (১) ধারা মোতাবেক তাকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে একই অপরাধ না করার জন্য তাকে সতর্কও করা হয়েছে। পরে নাটোর ডিসিপার্কের সামনে পাখিগুলো অবমুক্ত করেন জেলা প্রশাসক শাহ রিয়াজ।