স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর আদেশ

আদালত

যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখারও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া ওই আসামির আরও ১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়।

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা জজ এমদাদুল হক মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন।

নাটোর জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন বড়াইগ্রাম উপজেলার শিবপুর এলাকার খোকন মুন্সির ছেলে।

জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও মামলার আইও এসআই আমিরুল ইসলাম মামলা সূত্রে জানান, ২০১৭ সালের ২৭ জুন নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর এলাকার ফাতেমা খাতুনের সাথে বিয়ে হয় রুবেলের। এক মাস পরই রুবেল ২ লাখ টাকা যৌতুক দাবি করে। এরই ধারাবাহিকতায় বিয়ের ৩ মাস পর ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে রুবেল ফাতেমাকে শ্বাসরোধে হত্যা করে ও আত্মহত্যা বলে প্রচার করে। এ ঘটনায় নিহতের বোন আকলিমা বাদী হয়ে রুবেল,তার ভাই জুয়েল, জুয়েলের স্ত্রী বেবী ও বাবা খোকনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করে। শুনানি শেষে রুবেলের বিরুদ্ধে এই আদেশ দেন আদালত। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পেয়ে অপর ৩ জনকে খালাস দেওয়া হয়েছে।