ভ্যানচালক শিশু সম্পার পরিবারের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী




শিশু সম্পার পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রীজামালপুরের ভ্যানচালক শিশু সম্পার পরিবার ও তার অসুস্থ বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক শিশুটির পরিবারের সঙ্গে দেখা করে বিষয়টি জানান।

জামালপুর সদরের নাকাটি গ্রামের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সম্পা সড়ক দুর্ঘটনায় আহত তার ভ্যানচালক বাবা শফিকুল ইসলাম ভাসানীর চিকিৎসাসহ সংসারের খরচ মেটানোর জন্য এক বছর আগে ভ্যান চালানো শুরু করে। সম্পার ভ্যান চালানো আর মা নেবুজা বেগমের সবজি বিক্রির অর্থে কোনোমতে তাদের সংসার চালছিল।

অসুস্থ বাবার চিকিৎসা খরচ সংগ্রহ ও সংসার চালানোর জন্য শিশু সম্পার ভ্যান চালানোর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে সম্পার লেখাপড়া, পরিবারের ভরণ-পোষণ ও তার অসুস্থ বাবার চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী। বিষয়টি জানাতে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ওই পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শিশু সম্পার অসুস্থ বাবার চিকিৎসার যাবতীয় খরচ, পরিবারটির ভরণ-পোষণ, তাদের থাকার ঘর নির্মাণ ও সম্পার লেখাপড়ার সব দায়িত্ব নিয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য শিশু সম্পার বাবাকে ঢাকায় পাঠানো হয়পরে অসহায় এই পরিবারটির থাকার জন্য একটি ঘর তৈরির কাজ শুরু করা হয় এবং সড়ক দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম ভাসানীর সুচিকিৎসার জন্য তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মাহবুবুর রহমান মঞ্জু, স্থানীয় ইউপি সদস্য সৈয়দুর রহমান সরকারসহ আরও অনেকে।