গবাদিপশুর মৃত্যুর কারণ খুঁজতে মিললো অবৈধ সিসা কারখানা

অবৈধ সীসা কারখানাগবাদিপশুর মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে মিলেছে অবৈধ সিসা কারখানা। অবৈধ ও অস্বাস্থ্যকরভাবে ব্যাটারি গলিয়ে সিসার মন্ড তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৯ শ্রমিককে তিন দিন করে জেল ও মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে মাগুরা সদরের বারাশিয়া গ্রামে ওই সিসা কারখানায় অভিযান চালায় সদর প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, বেশ কিছুদিন ধরে শহরতলীর ওই এলাকায় গবাদিপশু মারা যাচ্ছিলো। এসিড পোড়ানোর ঝাঁঝে ওই এলাকায় মানুষের চোখ জ্বলা, ফসলের ক্ষেতের ওপর সিসা মিশ্রিত ছাইয়ের উপস্থিতিতে ফসলের ক্ষতিসহ অনেকের অসুস্থ হয়ে নানা উপসর্গ দেখা দেয়। এর কারণ অনুসন্ধানে গোপনে গড়ে ওঠা ওই সিসা কারখানার সন্ধান পাওয়া যায়। এ ঘটনায় জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের নির্দেশে অভিযান চালিয়ে ওই সিসা কারখানায় কর্মরত ৯ শ্রমিককে আটক করে প্রত্যেককে তিন দিন করে জেল দেওয়া হয়।

জানা গেছে, ওই এলাকার একটি ইটভাটার মালিকের কাছ থেকে গাইবান্ধার বাসিন্দা নাজমুল ইসলাম নামে এক ব্যক্তি কিছু জমি ভাড়া নিয়ে টিন দিয়ে ঘিরে এ কারখানা গড়ে তোলে। এখানে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসার মন্ড তৈরি করা হতো। কারখানার সব শ্রমিকও তিনি গাইবান্ধা থেকে নিয়ে আসেন।