ব্রাহ্মণবাড়িয়ার তিন পৌরসভায় নির্বাচন

মেয়র পদে আ. লীগের মনোনয়ন চান ৩৬ জন

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার তিনটি পৌরসভায় এখনও নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়নি। তবে নির্বাচনের আগে প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূল পর্যায়ের সমর্থন নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর এজন্য দলীয় ফরম কিনেছেন মোট ৩৬ জন ইচ্ছুক প্রার্থী।

এদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ২৩ জন, কসবা পৌরসভায় ৫ জন এবং আখাউড়া পৌরসভায় ৮ জন দলীয় ফরম কিনেছেন। গত মঙ্গলবার ও আজ বুধবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকারের কার্যালয় থেকে এ তিন পৌরসভার মনোনয়ন প্রত্যাশী প্রার্থী নিজে ও তাদের পক্ষে সমর্থকেরা দলীয় মনোনয়ন ফরম কেনেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক সৈয়দ মিজানুর রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য হাজী মাহমুদুল হক ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি হাসান সারোয়ার হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদি হাসান লেলিন, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম উল্লাহ নাজু,লন্ডন প্রবাসী আবুল ফাতেহ মেজবাহ উদ্দিন, জেলা যুবলীগের দফতর সম্পাদক সুমন রায় (রিটন রায়), শহর যুবলীগের আহ্বায়ক আমজাদ হোসেন রনি, শহর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির চৌধুরী, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহমেদুল কবির রাজিব, সাবেক ছাত্রলীগ নেতা আবেদুল হুদা, অ্যাডভোকেট নাজমুল হক রিটন ও খন্দকার মুরাদুল আবেদীন।

আখাউড়া পৌরসভা থেকে কিনেছেন আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক মেয়র নূরুল হক ভূইয়া, আওয়ামী লীগ নেতা শেখ কামাল, মোবারক হোসেন রতন, মো. সালাউদ্দিন আল হুসাইন চৌধুরী, মো. শফিকুল ইসলাম খাঁন, আখাউড়া পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বিশ্বজিৎ পাল ও মোহাম্মদ আলী ভূঁইয়া।

কসবা পৌরসভার জন্য মনোনয়ন ফরম কিনেছেন পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমরান উদ্দিন জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন জামিল, মো. মাহবুব সরকার ও কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খাঁন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বলেন,‘স্বাস্থ্যবিধি মেনে ফরম বিতরণ করা হয়েছে। পরবর্তীতে তৃণমূলের মতামতের ভিত্তিতে দলের প্রার্থী বিষয়ে কেন্দ্রে সুপারিশ করা হবে।’