নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ী খুন, হত্যাকারী আটক

নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে নামাজ পড়তে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের নাম কাশেম মাঝি (৬০)। তবে পালিয়ে যাওয়ার সময় শফিক মিজি (৬৫) নামে অভিযুক্ত হত্যাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।  

বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চর জব্বর ইউনিয়নের চর পানা উল্যা গ্রামের ইমান আলী বাজারের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইমান আলী বাজারে ব্যবসা করতেন কাশেম।

চর জব্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. তরিক উল্যা জানান, মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পথে পাশের ধান ক্ষেতে লুকিয়ে থাকা একই এলাকার শফিক মিজি অতর্কিতে এসে কাশেম মাঝিকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকারে ইমান আলী বাজারে থাকা লোকজন ছুটে আসে ও মিজিকে পালাতে দেখে। এসময় তারা কাশেম মাঝিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আর কয়েকজন মিজিকে ধাওয়া করে আটক করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ আবদুল আজিম জানান, কাশেম মাঝিকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা ঘাতক শফিক মিজিকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।