পলাশবাড়ি পৌর নির্বাচন: আ.লীগের বিদ্রোহী প্রাথীকে বহিষ্কার

গাইবান্ধা জেলা

দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে গাইবান্ধার পলাশবাড়ি পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় গোলাম সরোয়ার প্রধান বিপ্লবকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি এবং আওয়ামী লীগ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সাইফুল আলম সাকা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় প্রার্থী থাকার পরেও তার নির্বাচনে অংশ নেওয়া দলীয় গঠনতন্ত্র বিরোধী। এ কারণে কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

received_381034213200518

বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সাইফুল আলম সাকা বলেন, 'তার বহিষ্কারাদেশ ৩ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।'

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই পলাশবাড়ি পৌরসভা গঠিত হয়। ১০ ডিসেম্বর এই পৌরসভার প্রথম নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।