ডাক্তার দেখানো হলো না, পরিবারটি আর গ্রামেও ফিরবে না

Manikganj Accident-PC-2

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের গোবিন্দ্র বাদ্যকরের একমাত্র মেয়ে রাধাঁ বাদ্যকর (৪) বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিল। তাকে সুস্থ করার জন্য ডাক্তার দেখাতেই বাড়ি থেকে বের হয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু এটাই যে সবার বাড়ি থেকে শেষ বের হওয়া হবে তা কে জানতো। এক সড়ক দুর্ঘটনায় পরিবারের সব সদস্যের প্রাণ কেড়ে নিলো।

জানা যায়, শুক্রবার (৪ ডিসেম্বর) মেয়েকে একজন ভালো ডাক্তার দেখানোর জন্য গোবিন্দসহ পরিবারের ছয় জন মিলে সিএনজিতে করে মানিকগঞ্জে আসছিলেন। কিন্তু পথিমধ্যে দৌলতপুর উপজেলার মুলকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা ভিলেজ লাইনের একটি দ্রতগামী বাস তাদের বহনকারী সিএনজিকে সামনাসামনি চাপা দেয়। এতে সিএনজির চালক এবং বাদ্যকর পরিবারের ৬ জনের মৃত্যুর হয়। এই দুর্ঘটনায় নাগরপুরের চাষাভাদ্রা গ্রামের বাদ্যকর পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। রাধা আর কখনো সুস্থ্য হয়ে ফিরবে না বাদ্যকর পাড়ায়। স্বজনদের আর্তনাদে চাষাভাদ্রা গ্রামের বাদ্যকর পাড়ায় বাধবাধা কান্নার রোল পড়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে ৩টায় মানিকগঞ্জের মুলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই পরিবারের নিহতরা হলেন গোবিন্দ বাদ্যকর (৩২), তার মেয়ে রাঁধে বাদ্যকর (৪), স্ত্রী ববিতা বাদ্যকর (২৫), বাবা হরে কৃষ্ণ (৫৫), চাচি খুশি বালা (৫০) ও চাচাতো ভাই রামপ্রসাদ বাদ্যকর (৩২)।