চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী বরাবর পাঠানোর জন্য চিনিকল শ্রমিকদের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর।

রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের শ্রমিকরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে দেশের ১৫টি চিনিকল চালু রাখার জোর দাবি করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়েছে, মিল বন্ধ করে দিলে দেশের জনগণকে অগ্নিমূল্যে চিনি কিনতে হবে। স্থানীয় অর্থনীতির সঙ্গে জাতীয় অর্থনীতিতেও এর প্রভাব পড়বে।