খড়ের তলায় গাঁজা, বহনকারীর সাজা

গাইবান্ধার পলাশবাড়িতে র‌্যাবের হাতে উদ্ধার গাাঁজার বস্তা।

পিকআপ বোঝাই খড়ের গাদা। দেখে অন্য কিছু আছে কিনা বোঝার কোনও উপায় নাই। তবে র‌্যাবের কাছে গোপন তথ্য থাকায় পিকআপটি গাইবান্ধার পলাশবাড়ি এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের রংপুর বাসস্ট্যান্ডের কাছে স্থাপিত চেকপোস্টে থামানোর সংকেত দেওয়া হয়। এরপর খড়ের গাদা উল্টে সেখানে পাওয়া যায় ৯৭ কেজি গাঁজা। বুধবার (৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি গোলাম মোর্তূজা।    

তিনি জানান, এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে এবং পিকআপে থাকা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যবসায়ীর নাম বাবলু মালি। তার  বাবার নাম  কানু মালি। বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নামুড়ি গ্রামে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী বাবলু মালি স্বীকার করেছে, উদ্ধারকৃত গাঁজা তার লালমনিরহাট থেকে সিরাজগঞ্জে সরবরাহ করার কথা ছিল। এছাড়াও  পিকআপের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার কথাও স্বীকার করে সে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।