আইসিইউ নেই মাগুরা সদর হাসপাতালে, তবে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।

মাগুরায় করোনা পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে। গত তিন মাসেরও অধিক সময় এ জেলায় করোনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মাগুরায় সরকারি হাসপাতালে কোনও আইসিইউ নেই।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ৮৫টি রিপোর্ট হাতে এসেছে যার মধ্যে ৮ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত  ব্যক্তির সংখ্যা ১০২৭ জন যার মধ্যে ৯৮০ জন সুস্থ্য হয়েছেন। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত মোট ১৯ জন করোনা রোগী মারা গেছেন।  

মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে, সব কিছুই স্বাভাবিক। হাসপাতালে রোগীর সংখ্যা অনুপাতে শয্যা না থাকায় এখনও বারান্দায় এবং মেঝেতে রোগীরা অবস্থান করছেন। বহির্বিভাগে ঘুরে দেখা গেছে আগের মতই রোগীর ভিড়।

শহরের পারনান্দুয়ালি এলাকার শমসের আলী বলেন, চিকিৎসকরা রোগী দেখছেন নিয়মিত তবে অনেক রোগী থাকায় সবার প্রতি সমান মনোযোগ দিতে পারছন না।

দোয়ার পাড় এলাকার বাসিন্দা সাহিদা বেগম বলেন, ডাক্তারররা এখানে দূর থেকে রোগী না দেখলেও চেম্বারে অনেক চিকিৎসক রোগীকে কাছে আসতে দেন না। তবু চেম্বারে অনেক সময় নিয়ে দেখেন তারা যা এখানে দেন না।

বহির্বিভাগের চিকিৎসক ডা. রাজিয়া সুলতানা মাহমুদ বলেন, করোনার মাত্রা বাড়ুক বা না বাড়ুক আমাদের দায়িত্ব পালন করতেই হয়। এখানে আন্তরিকতার কোনও অভাব নেই।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধয়াক স্বপন কুমার কুন্ডু বলেন, করোনার শুরু থেকেই আমাদেও চিকিৎসকরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের সাথেও আমরা নিয়মিত যোগাযোগ করছি। আমাদেও হাসপাতালে আইসিইউ না থাকলেও প্রযোজনীয় অক্সিজেন এবং অন্যান্য সব ব্যবস্থাই আছে।

সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, এখনো মাগুরায় কোনও আইসিইউ ওয়ার্ড নেই। আমরা আশাবাদী যে অচিরেই এ সমস্যার সমাধান হবে। মাগুরায় এখন পর্যন্ত করোনা সংক্রমন তীব্র না হওয়ায় খুব সমস্যার মুখোমুখি আমরা হইনি। তবে এটি শেষ কথা নয়।