নাটোরে গভীর শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোক প্রজ্বালন।

গভীর শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। 

সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলেচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহরিয়াজ। এসময় জেলা প্রশাসন,জেলা পুলিশ,জেলা আওয়ামী লীগ,মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে নাটোর প্রেসক্লাব। সোমবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দীনের সভাপতিত্বে আলোচনার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক শাহরিয়াজ, পুলিশ সুপার লিটব কুমার সাহা, শিক্ষাবিদ আব্দুর রাজ্জাক ও অলোক মৈত্র উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও  দোয়ার আয়োজন করে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন ছাত্রলীগ।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফজলুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় পিপরুলের পাটুল হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজ চত্বরের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।