কুড়িয়ে পাওয়া বোমায় উড়ে গেলো কলেজছাত্রের কবজি




ফাইল ছবিসাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে হাত হারিয়েছেন ইউনুস আলী ছোটন নামের এক কলেজছাত্র। ছোটন সাতক্ষীরা সদর উপজেলার গদাঘাটা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তিনি উপজেলার ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান জানান, ভাইয়ের সঙ্গে নিজেদের জমিতে গোবর সার ফেলতে গিয়ে ইউনুস আলী ছোটন একটি হাত বোমা দেখতে পেয়ে তা তুলে নিতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ছোটনের বাম হাত উড়ে যায়। পরে তাকে দ্রুত সাতক্ষীরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটন তাদের জমিতে গোবর সার ফেলার কাজে ট্রলিতে তার মেঝো ভাই ফিরোজকে সাহায্য করছিলেন। এ সময় রাস্তার ধারে ফিরোজ একটি টিনের কৌটা দেখতে পেয়ে সেটি তার ছোট ভাই ছোটনকে দেখার জন্য দেন। ছোটন টিনের কৌটাটি খুলে পলিথিনে মোড়ানা বস্তু দেখে কৌতুহলবশত তাতে হাত দেন। বস্তুটি কী তা বুঝবার চেষ্টা করার আগেই সেটি বিস্ফোরিত হয়। এ সময় তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরায় এনে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ছেলেটি আহত হয়েছে। এর বেশি কিছু তিনি আর জানাতে চাননি।