বিজয়ের দিনে বঙ্গবন্ধুর সমা‌ধিতে শ্রদ্ধা নিবেদন

গোপালাগঞ্জ১বিজয় দিব‌সের প্রথম প্রহ‌রে গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমা‌ধিতে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন সর্বস্ত‌রের মানুষ। মঙ্গলবার দিবাগত রাত (১৬ ডিসেম্বর) ১২টা ১ মিনি‌টে বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে শ্রদ্ধা জানানয় জেলা প্রশাসন, পু‌লিশ, আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা। এরপর এ‌কে এ‌কে শ্রদ্ধা জানায় বি‌ভিন্ন সরকা‌রি-বেসরকা‌রি প্রতিষ্ঠান, সামা‌জিক ও সংস্কৃ‌তিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্ত‌রের মানুষ।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে ’৭৫ এর ১৫ আগস্ট ঘাত‌কের গু‌লি‌তে নিহত বঙ্গবন্ধু ও তার প‌রিবা‌রের সদস্য, ১৯৭১ সালের মহান মু‌ক্তিযু‌দ্ধে শহীদদের রু‌হের মাগ‌ফেরাত কামনা ক‌রে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় জেলা প্রশাসক শা‌হিদা সুলতানা, পু‌লিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান খান, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানসহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

এছাড়া, এদিন সদর উপজেলার বধ্যভূমি স্মৃতিস্তম্ভে এবং শহরের লঞ্চঘাটে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড় সকাল পৌনে ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কমিটির সদস্য আজিজুস সামাদ ও আব্দুল আওয়াল শামীম টুঙ্গিপাড়ায় জাতির পিতার সামধিসৌধে শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খানও জাতির পিতার সামধিতে শ্রদ্ধা জানান। বিসটি উপলক্ষে জেলার অন্যান্য উপজেলায় নানা অনুষ্ঠানের আয়োাজন করা হয়।