ভুয়া ডাক্তার ১৩ বছর ধরে দিয়েছেন চিকিৎসা সেবা, করেছেন চোখের অপারেশন!




র‌্যাবএমবিবিএস ডিগ্রিধারী না হয়েও ১৩ বছর চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি চোখের মতো স্পর্শকাতর অপারেশন করার অপরাধে ভুয়া ডাক্তার আশরাফুল ইসলামকে (৬০) দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ভুয়া ডাক্তারকে ব্যবহার করে ওষুধ বিক্রির ব্যবস্থা করায় ফার্মেসি মালিককে করা হয়েছে ৭৫ হাজার টাকা জরিমানা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে এই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। নাটোর র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা মাসুদ রানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বাগাতিপাড়া থানাধীন দয়ারামপুর বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও নামের পাশে ডাক্তার লেখা, রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া ও চোখের অপরাশেনের মতো স্পর্শকাতর অপারেশন করার অপরাধে আহম্মদপুর চরতেবাড়িয়া এলাকার সামসুর রহমানের ছেলে আশরাফুল ইসলামকে আটক করা হয়।

একই সময় ফার্মেসিতে ভুয়া ডাক্তার বসিয়ে রোগী দেখার ব্যবস্থা করে দেওয়া এবং ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ বিক্রির অপরাধে ফার্মেসি মালিক বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম এলাকার সাধু মিয়ার ছেলে আক্কাস মিয়াকেও (৪৯) আটক ও বিপুল পরিমাণ চিকিৎসা সহায়ক সামগ্রী জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত ভুয়া ডাক্তার আশরাফুল ইসলামকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ফার্মেসি মালিক আক্কাস মিয়াকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।