গাইবান্ধায় পাওয়ার গ্রিডের ট্রান্সমিটার বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বিদ্যুৎগাইবান্ধার পলাশবাড়ীতে পাওয়ার গ্রিডে ট্রান্সমিটার (সিটি) বিস্ফোরণ হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে পলাশবাড়ী ও সদর এলাকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। সোমবার (২১ ডিসেম্বর) বিকালে পলাশবাড়ীর কলেজ মোড়ের ট্রান্সমিটারটি বিস্ফোরিত হয়।

বিকট শব্দে ট্রান্সমিটার বিস্ফোরণ ঘটলেও কোনও হতাহাতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী পাওয়ার গ্রিডের উপ-সহকারী প্রকৌশলী সোহেল রানা জানান, পলাশবাড়ী গ্রিডের অভ্যন্তরে গোবিন্দগঞ্জ ফিডারের একটি ট্রান্সমিটার হঠাৎ করেই বিকালে বিস্ফোরিত হয়ে বিকল হয়ে যায়। এতে গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে চেষ্টা চালিয়ে দুই ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

তবে বিকল্প পদ্ধতিতে গোবিন্দগঞ্জে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।