মেহেরপুরে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সড়ক দুর্ঘটনামেহেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ও বিকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের শিপন হোসেনের স্ত্রী জেসমিন খাতুন (২৫) ও তার শিশুপুত্র ইমাম হোসেন (৪) এবং সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের সজনী (৪)।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল যোগে সন্তানসহ জেসমিন বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ছাতিয়ান গ্রামে পৌঁছালে পেছন থেকে একটি বালুভর্তি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলের তিন জনই রাস্তায় পড়ে যান এবং ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। মোটরসাইকেল চালক জেসমিনের ভাই মাসুদ রানা গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল নিহতদের লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, বুধবার দুপুরে সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় সজনী (৪) নামে এক শিশু নিহত হয়। সজনী ওই গ্রামের সুজন আলীর মেয়ে। স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সজনীর মৃত্যু হয়।