তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চুয়াডাঙ্গা, মৌলভীবাজার ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

চুয়াডাঙ্গায় পাওয়ার টিলারের চাপায় শিশু নিহত

চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি জানান, চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ার টিলারের চাপায় আব্দুল্লাহ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার কয়া গ্রামের বখতিয়ার রহমানের ছেলে।

গ্রামবাসীরা জানান, দুপুর ২টার দিকে নিজ বাড়ির পাশে খেলা করছিল আব্দুল্লাহ। এ সময় মাটি ভর্তি একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লাউয়াছড়ায় সিএনজি অটোরিকশাচালক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারের লাউয়াছড়া উদ্যান এলাকায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খুঁটিতে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অটোরিকশার চালক সন্তোষ  বৈদ্য (৪৮)। এসময় আহত হন অটোরিকশার চার যাত্রী।

সোমবার রাতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

কমলগঞ্জ থানার পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে সোমবার রাতে সিএনজিচালিত অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক সন্তোষ বৈদ্য (৪৮) মারা যান। তার বাড়ি কুলাউড়া উপজেলার দুর্গাপুরে।

আহত যাত্রীরা হলেন কুলাউড়া উপজেলার দিলদারপুর চা বাগানের নিখিল শুক্ল বৈদ্য (৬৫), নারায়ণ (৪০), বিক্রম (৩০) ও বিউটি (৯)।

খবর পেয়ে পুলিশ গিয়ে চালকের লাশ উদ্ধার করে এবং আহত চারজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ সিনহা বলেন, পুলিশ রাতে পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে একজন মৃত ছিলেন। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় ঘন কুয়াশা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে লাশ পাঠানো হয়েছে।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো সাইকেল আরোহীর

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের উলিপুরে  কু‌ড়িগ্রাম-‌চিলমারী সড়‌কে এক‌টি ট্রাকের ( ঢাকা মেট্রো - ১৩২৭৬৯) ধাক্কায়  আবু বক্কর (৫৫) না‌মে এক বাইসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রাম-চিলমারী সড়কের মিনা বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘ‌টে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আবু বক্কর সাইকেলযোগে বাড়িতে যাওয়ার পথে কুড়িগ্রামগামী এক‌টি ট্রাক তা‌কে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে নেওয়ার ‌চেষ্টা কর‌লে পথে তার মৃত্যু হয়।

উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এ্যানি বলেন, মস্তিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

ওসি ইম‌তিয়াজ কবির জানান, বিষয়‌টি তদন্ত করে মামলা এন্ট্রি করা হ‌বে।