র‌্যাব সেবা সপ্তাহে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ

র‌্যাব সেবা সপ্তাহে (১-১১ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীসহ বিভিন্ন স্থানে এতিম শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়েছে। র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা এ উদ্যোগ নেন। সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য বিতরণ করা হয়। খাবার পেয়ে এতিম শিশুরা খুবই আনন্দিত হয়।

শনিবার (২ জানুয়ারি) পটুয়াখালী জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদ্রাসায় ১০০ জন শিশুকে খাদ্য বিতরণ করে র‌্যাব-৮। এ ছাড়াও বরিশাল জেলার সদর থানাধীর দক্ষিণ সাগরদী রুপাতলী নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, সৈয়দ ফজলুল করিম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও রুপাতলী দারুদসুন্না কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মোট ২০০ জন, ফরিদপুর তাইবাতুল কোরআন মাদ্রাসায় ১০০ জন ও মাদারীপুর জামিয়া কারিমিয়া আরাবিয়া এতিমখানা মাদ্রাসায় ১০০ জনসহ সর্বমোট ৫০০ জন এতিম শিশুদের মধ্যে উন্নতমানের খাদ্য বিতরণ করে র‌্যাব-৮ বরিশাল।

এ সময় ব্যাটালিয়নের অফিসার, ডিএডি ও অন্যান্য র‌্যাব সদস্য এবং এতিমখানা মাদ্রাসার মুহতামীম, ইমাম ও এতিম শিশুদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।