৬ ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কনক্রিট স্লিপার বোঝায় মালগাড়ির বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. জালাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. জালাল জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনটি আসতে দেরি হওয়ার লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগিটি সরাতে অতিরিক্ত সময় লেগেছে। বর্তমানে ময়মনসিংহ-ভৈরব রেলপথে যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

ভোরে জামালপুর জেলার দুরমুট স্টেশন থেকে মালবাহী ট্রেনটি চট্টগ্রাম লাইনের ইমামবাড়ীর উদ্দেশে ছেড়ে আসে। পথে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের কালিকাপ্রসাদ এলাকায় সকাল সাড়ে ৯টায় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হলে ভৈরব-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল।