গার্মেন্টসকর্মীকে অপহরণ, আটক ২

গাজীপুরে গার্মেন্টসকর্মীকে অপহরণের পর মারধর করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে র‌্যাব। রবিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় মহানগরের পোড়াবাড়ী মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুজন হলো, গাজীপুর সদর থানার পোড়াবাড়ী কোনাপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে মামুন হোসেন (৩০) এবং একই থানার সালনা মোল্লাপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে হিরা ইসলাম (২৪)।

আব্দুল্লাহ আল-মামুন জানান, শেরপুরের ঝিনাইগাতী থানার লয়খা গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৭) গাজীপুরের হাতিয়াব এলাকায় শ্বশুরবাড়িতে থেকে স্থানীয় এক পোশাক কারখানায় চাকরি করেন। গত ২৮ ডিসেম্বর রাতে ভাওরাইদ এলাকা থেকে তাকে অপহরণ করে স্থানীয় একটি বাগানে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর এবং কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে খুন করার হুমকি দিয়ে সিরাজুলের পরিবারের কাছে তারা ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকাও হাতিয়ে নেয় তারা। পরে তারা সিরাজুলকে বাঁধা অবস্থায় রেখে চলে যায়। তারা যাওয়ার পর বাঁধন খুলে প্রাণ রক্ষা করেন সিরাজুল। এ ঘটনায় জড়িত দুজনকে সোমবার ভোরে পোড়াবাড়ি মাজারের পাশ থেকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছুরি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।