হিলিতে মাদকপাচারের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

দিনাজপুরের হিলিতে অভিনব কায়দায় শরীরে বেঁধে মাদকপাচারের দায়ে এলেন বাদশা (২৭) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত এলেন বাদশা  দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাটাবাড়ী এলাকার সেকেন্দার আলীর ছেলে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত থেকে মাদক নিয়ে এক যুবক দেশের ভেতরে প্রবেশ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিজিবির সহায়তায় উপজেলার খট্টামাধবপাড়ার ভেলুপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি অটো থেকে এলেন বাদশাকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় রাখা টিউব পাইপের ভেতরে তরল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড  প্রদান করা হয়েছে।’