নির্মাণের ১৪ বছর পর চালু হলো শিশু হাসপাতাল

দীর্ঘ ১৪ বছর পর চালু হলো ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট সরকারি শিশু হাসপাতালের সেবা কার্যক্রম। শনিবার (৯ জানুয়ারি) দুপুরে ফিতা কেটে হাসপাতালটির সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, দেশে এই প্রথম সরকারি শিশু হাসপাতালে এখন থেকে বহির্বিভাগে শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে আন্তঃবিভাগও চালু করা হবে। প্রতিদিন একজন শিশু রোগ বিশেষজ্ঞ ও দুই জন মেডিক্যাল অফিসার শিশুদের চিকিৎসা সেবা প্রদান করবেন। ২০০৬ সালে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণ করা হয় এই হাসপাতালটি।