সাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচারকালে পৃথম তিনটি অভিযানে মা-ছেলেসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পৃথক তিন অভিযানে সাড়ে আটাশ কেজি গাঁজা এবং ৫০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব।

কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২-এর সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযানে গাঁজা কেনা-বেচার সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে সময় তাদের কাছে থেকে সাড়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো– বাগেরহাট জেলার মংলা উপজেলার মাছমারা গ্রামের মৃত রুমি সরদারের স্ত্রী বিউটি বেগম তারা (৫০) ও তার ছেলে মো. মেহেদী হাসান মুন্না (২০), একই উপজেলার সিগনাল টাওয়ার গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের স্ত্রী বিউটি বেগম (৬৫)।

র‌্যাব আরও জানায়, এদিন সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার টোলপ্লাজা এলাকায় আরেকটি অভিযানে ৫০ বোতল ফেনসিডিল কেনা-বেচার সময় দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এই অভিযানে গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো– কুমিল্লা সদর উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. রবিউল ইসলাম (১৯) ও একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. ইয়াছিন (১৯)।

এছাড়াও ওই একই স্থানে আরেকটি পৃথক অভিযানে আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো– কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল (দক্ষিণ পাড়া) গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মো. বিল্লাল হোসেন (১৯) ও একই গ্রামের ফুল মিয়ার ছেলে মো. মনির হোসেন শুভ (১৯)।

তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।