ভ‍্যানচালকের আত্মহত্যার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া এলাকায় দীর্ঘদিনে রোগ থেকে মুক্তি না পাওয়ায় অতিষ্ঠ হয়ে এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এবং স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন ভান্ডারি বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভ্যানচালকের নাম নজরুল ইসলাম (৫০)। তিনি বিলমারিয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মৃত খোকার ছেলে।

ইউপি সদস্য নিহতের স্ত্রী ও স্থানীয়দের বরাতে জানান, নিহত নজরুল তিন মেয়ের বাবা। মেয়েদের বিয়ে দেওয়ার পর দীর্ঘদিন থেকেই তিনি মৃগী রোগে ভুগছেন। অনেক চিকিৎসা করিয়েও তিনি রোগমুক্ত হননি। তিনি প্রায়ই অসুস্থ থাকেন। সংসার চালাতে স্ত্রী বাড়ির পাশেই রুটি বিক্রি করেন। এতে সংসারের ব্যয় এবং ওষুধের খরচ সংকুলান হয় না। এর বাইরে বেশ কয়েক দিন যাবৎ নজরুল আমাশয়সহ ঠান্ডায়ও আক্রান্ত। নানা রোগ আর কষ্টে তিনি অতিষ্ট হয়ে কিছুদিন আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি তার স্ত্রী দেখতে পাওয়ায় সেবার রক্ষা পান। বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সময় ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।