শীত উপেক্ষা করে কেন্দ্রে আসছেন ভোটাররা

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে আজ কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকেই তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই পৌর নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদান করছেন ভোটাররা।

রাজাররাট আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, শনিবার (১৬ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে সকাল থেকে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা থাকলেও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।কুড়িগ্রামের নাগেশ্বরীতে শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসছেন ভোটাররা

এদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল শুক্রবার ভোট গ্রহণের সামগ্রী কেন্দ্রে নেওয়া হলেও বিতর্ক এড়াতে নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার কেন্দ্রে নেওয়া হয়েছে সকালে ভোট শুরুর আগে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে পাঁচ জন, কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৪৬ হাজার ৮৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাহার ৪৭২ এবং নারী ভোটার ২৩ হাজার ৩৮৬ জন। পৌরসভার ৯ ওয়ার্ডে ২২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ বিজিবি ও আনসার সদস্যরা মাঠে কাজ করছেন।কুড়িগ্রামের নাগেশ্বরীতে শীত উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসছেন ভোটাররা

জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, দ্বিতীয় ধাপে নাগেশ্বরী পৌরসভার নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।