ব্যালটবই ছিনিয়ে নৌকায় সিল দেওয়ার অভিযোগ

গোপালপুর পৌরসভার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে ব্যালট বই ছিনিয়ে নিয়ে তাতে নৌকার সিল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র মেয়র প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলের প্রধান এজেন্ট আনোয়ারুল ইসলাম শনিবার দুপুর সোয়া ১টার দিকে এই অভিযোগ করেন।

কেন্দ্র চত্বরে আনোয়ারুল ইসলাম বলেন, নৌকার মেয়র প্রার্থী রোকসানা মোর্তজা লিলির অনুসারীরা সকাল থেকেই সুযোগ বুঝে ব্যালটের পর ব্যালটে নৌকার সিল মারছে। দুপুর ১টার দিকে তিনি দেখেন, লিলির দেবর তুহিন ও অন্যরা একটি ব্যালট বই নিয়ে একের পর এক নৌকায় সিল মারছে। তিনি বইটি কেড়ে নিতে চাইলে তুহিন তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে প্রিজাইডিং অফিসার ব্যালট বইটি নেওয়ার কথা বলেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রে দায়িত্বরত এসআই কৃষ্ণ জানান, বিষয়টি তার জানা নেই। তবে অনেকেই এমন গুজব ছড়াচ্ছেন।

দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা বলেন, তিনি আনুষ্ঠানিকভাবে কোনও ব্যালট সিজ ঘোষণা করেননি। এর বাইরে কোনও মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।