ভোট কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, বর্তমান মেয়রকে নাজেহালের অভিযোগ

খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে শালবন কেন্দ্রে বর্তমান মেয়র রফিকুল আলম ও আওয়ামী লীগ প্রার্থী নির্মলেন্দু চৌধুরীর কর্মী ও সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আজ শনিবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে। এতে বর্তমান মেয়র ও সম্মিলিত নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থীকে টানা-হেঁচড়া করে নাজেহাল করার অভিযোগ পাওয়া গেছে।

মেয়র রফিকুল আলমের প্রধান নির্বাচন সমন্বয়কারী অ্যাডভোকেট আকতার উদ্দিন মামুন অভিযোগ করে বলেন, তার প্রার্থী শালবন ভোকেশনাল কেন্দ্রে ভোট চাইতে গেলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক আলমাসের নেতৃত্বে হামলার চেষ্টা করা হয়। এসময় মেয়র রফিকুল আলমের নেতাকর্মীরা মেয়রকে নাজেহালের হাত থেকে বাঁচাতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আওয়ামী লীগ নেতা-কর্মীরা অহেতুক বর্তমান মেয়রকে নাজেহাল করেন।

আওয়ামী লীগ প্রার্থী নির্মলেন্দু চৌধূরী বলেন, বর্তমান মেয়র কেন্দ্রে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন। এসময় তার নেতাকর্মীরা প্রতিবাদ করলে রফিকুল আলমের লোকজন তাদের ওপর চড়াও হয় এবং তার অনেক নেতাকর্মীকে হয়রানি করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান উভয় প্রার্থীর নেতা-কর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে কেউ লাঞ্ছিত হয়নি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।