নাফ নদে গুলি বিনিময়ের পর বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পাচারকারীদের সঙ্গে গুলি বিনিময়ের পর পাঁচ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কেউ গ্রেফতার হয়নি। রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, রবিবার ভোর রাতে টেকনাফের দমদমিয়া বিওপির জওয়ানরা নাফ নদীতে স্পিডবোট ও কাঠের বোট এবং স্থলভাগের কেওড়া বাগানে কৌশলী অবস্থান নেন। এর কিছুক্ষণ পর নাইট ডিভাইস দিয়ে পর্যবেক্ষণ করে দেখতে পান, নাফ নদীর মধ্যবর্তী লালদ্বীপ থেকে একটি কাঠের নৌকায় ৩-৪ জন দুষ্কৃতকারী হ্নীলা জাদিমোরা উমরখাল পয়েন্ট দিয়ে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করছে। বিজিবি তাদের চারদিক থেকে ঘেরাও করে অভিযান চালায়। এ সময় দুষ্কৃতকারীরা নিরুপায় হয়ে এলোপাতাড়ি গুলি করলে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারিরা নদীতে ঝাপ দেয়। তাদের ব্যবহৃত কাঠের নৌকাটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালিয়ে পাঁচ বস্তায় পাঁচ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশে তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করা হয়। এ সময় কোনও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, সরকারি কর্তব্যে বাধা প্রদান এবং অবৈধ মাদক পাচারের দায়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় উপ-অধিনায়ক মেজর মো. রুবায়াৎ কবীর, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মাসুম রেজা উপস্থিত ছিলেন।