বিদ্যালয়ের নৈশপ্রহরী হত্যা: এক আসামির মৃত্যুদণ্ড

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. শফি উল্লাহ (৬০) হত্যা মামলায় সোহেল হাওলাদার নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৭ জানুয়ারি) বিকালে জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন।

পিপি হাফেজ আহমদ এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আলোচিত এ মামলার রায়ে আসামি সোহেলের মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।’

মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ২৯ মে রাতে শহরের বারাহীপুর গাজীক্রস রোডের হাসান আলী ভূঁইয়া বাড়ির পাশে হক ম্যানশন থেকে শফিউল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ছেলে আবদুল মোতালেব বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছিলেন।