চর কেটে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনার চরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় সাত জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ জানুয়ারি) ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এ সাজা দেন। এ সময় চালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি লঞ্চচালিত ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলো– ধুনট উপজেলার রাঁধানগর গ্রামের মৃত ফরিদ সরকারের ছেলে সুজাত আলী (২৩), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে জেলহক হোসেন (৩৫), বৈশাখী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সুমন সরকার (৩২), পারলক্ষ্মীপুর গ্রামের ফজর আলীর ছেলে মহাব্বত আলী (৩২), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিলসারা গ্রামের আসির উদ্দিনের ছেলে আলাউদ্দিন (৫০), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়া গ্রামের আজাহার মন্ডলের ছেলে ঠান্ডু মন্ডল (৩৫) ও বেড়িপোটল গ্রামের শরিফুল ইসলামের ছেলে হোসেন আলী (২৫)।

আদালত সূত্র জানায়, ভান্ডারবাড়ির যমুনা নদীর চরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। সেখানে অভিযান চালিয়ে পুলিশের সহযোগিতায় সাত জনকে গ্রেফতার করা হয়। এ সময় চারটি লঞ্চচালিত ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রাখা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড দেন। জব্দ করা সরঞ্জামের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।