১৫ লাখ টাকার পলিথিন জব্দ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর একটি ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৪ (জামালপুর) ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এমএম সবুজ রানা এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট (এসিল্যান্ড, রৌমারী) গোলাম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, রৌমারীর যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রনি এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের চারটি গোডাউনে রাখা প্রায় ১০ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ এবং সোয়া দুই লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে নির্বাহী মেজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।সোয়া দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত পলিথিনগুলো জব্দ করে দুইটি গোডাউনে সিলগালা করে রাখা হয়েছে। এগুলোর মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট গোলাম ফেরদৌস জানান, বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ ও কারেন্ট জাল পুড়িয়ে ফেলা ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদফতরের সহায়তায় জব্দকৃত পলিথিনগুলো নষ্ট করার ব্যবস্থা নেওয়া হবে।